আর্কাইভ থেকে ক্রিকেট

বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচে অল্প পুঁজি বাংলাদেশের

দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৮ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। বৃষ্টিতে ১৩ ওভার কমিয়ে আনা হয়েছিল ম্যাচের দৈর্ঘ্য। সেই সুবাদে ৫০ ওভারের পরিবর্তে খেলা হয় ৩৭ ওভারে।

জয়ের জন্য ইংলিশদের সামনে লক্ষ্য ১৮৯ রান।

গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে  চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু বেরসিক বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় মোমেন্টাম হারিয়ে ফেলে বাংলাদেশ।

বৃষ্টিতে প্রায় তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেন টাইগার ব্যাটাররা।

আর তাতে করে ৫ উইকেটের খরচায় ৩০ ওভারে ১৫৭ রানে বৃষ্টির পর খেলা শুরু করা ম্যাচটি ৩৭ ওভার শেষে গিয়ে স্কোর দাঁড় করায় ৯ উইকেটের খরচায় ১৮৮।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন