আর্কাইভ থেকে বাংলাদেশ

খারকিভের স্কুল-উপাসনালয়ে রুশ সেনাদের হামলা

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের অষ্টম দিনে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের তিন স্কুল ও এক উপাসনালয়ে হামলা চালিয়েছে রুশ সেনারা।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলায় সিটি কাউন্সিল ভবনের পাশের কয়েকটি দোকানও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে টানা সাত দিন তীব্র লড়াইয়ের পর ইউক্রেনের খেরসন শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানকার বাসিন্দাদের ওপর কারফিউ জারি করেছে রুশ সেনারা।

গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন