আর্কাইভ থেকে বাংলাদেশ

স্বশরীরে সুপ্রিম কোর্টের বিচারকাজ শুরু ৬ মার্চ

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে স্বশরীরে উপস্থিতিতে বিচারকাজ শুরু হবে। আগামী রোববার (৬ মার্চ) থেকে এ কার্যক্রম পরিচালিত হবে। 

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান।

তিনি জানান, আগামী ৬ মার্চ রোববার থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গেলো ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হয়ে আসছিলো। 

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন