আর্কাইভ থেকে বিএনপি

আগামী দিনে নতুন কর্মসূচি আসবে: খসরু

আগামী দিনে নতুন কর্মসূচি আসবে। সবাইকে রাজপথে থাকতে হবে। ফয়সালা করেই বাড়ি ফিরে যেতে হবে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ২ ঘণ্টাব্যাপী রোডমার্চ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, মানবতার মা বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তাকে চিকিৎসা করা খুবই জরুরি কিন্তু সরকার নানান রকম দোহাই দিয়ে কালক্ষেপণ করছে।

খসরু বলেন, অবৈধ সরকারকে বিদায় করেই তারপর আমরা ঘরে ফিরবো।

বিএনপির এ নেতা আরও বলেন, জাতি আজ একটি ক্লান্তিলগ্নে। হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। ৪০ লাখের বেশি মামলা দেয়া হয়েছে। জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেয়া হয়েছে।

টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন