চট্টগ্রামে কলোনিতে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকার আমিন কলোনি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে আগুনের সুত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হালিম জানান, ৬টা ৩৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।