আর্কাইভ থেকে দেশজুড়ে

নিয়ন্ত্রণে চট্টগ্রামের কলোনির আগুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকার আমিন কলোনি এলাকার লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনি এলাকায় মসজিদের পাশের মার্কেটে আগুন লাগে। ছয়টি ইউনিট সকাল সোয়া ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আবদুল হালিম জানান, ‘আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। অর্থাৎ এটা আর ছড়াতে পারবে না, তবে নির্বাপণের জন্য সময় লাগবে।’

স্থানীয়দের দাবি, যে এলাকায় আগুন লেগেছে, সেখানকার দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে উপপরিচালক আবদুল হালিম বলেন, ‘এখন পর্যন্ত আমরা হতাহত কাউকে পাইনি, তবে বাচ্চার বিষয়টা শুনেছি, আমরা খুঁজছি।’

আমিন কলোনি মসজিদ এলাকার একটি কাঁচা ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

উপপরিচালক আবদুল হালিম বলেন, ‘এখানে একটা পাটের গুদাম আছে ছোট। ওটার পাশের একটি কাঁচা ঘরে একটি পরিবার থাকে। ধারণা করা হচ্ছে ওই পরিবারের চুলা থেকে আগুনের সূত্রপাত।’

আগুনে অর্ধশতাধিক স্থাপনা এরই মধ্যে পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন