আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেনের আবাসিক-স্কুল ভবনে হামলা, নিহত ৩০

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে আবাসিক এলাকায় বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ও স্কুলে রাশিয়ান বাহিনীর হামলায় ৩৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।

ইউক্রেনের ইমারজেন্সি সার্ভিস এ তথ্য জানিয়েছে। বার্তাসংস্থা এএফপি।

চেরনিহিভ শহরটি রাজধানী কিয়েভ থেকে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত। রাশিয়ান বাহিনী উত্তর দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছে।

চেরনিহিভের ডেপুটি মেয়র রেজিনা গুসাক এএফপিকে বলেন, শহরটিতে রাশিয়ান বাহিনী 'বোমা হামলা' চালিয়েছে।

এদিকে, ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে রাশিয়া এবং ইউক্রেনের সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি ভবনে রাশিয়ার বোমা হামলায় সেখানে আগুন ধরে যায়। এই বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

এ সম্পর্কিত আরও পড়ুন