আর্কাইভ থেকে ক্রিকেট

নাপোলি গোলরক্ষকের ভুলে রিয়ালের জয়

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে  নাপোলিকে  ৩-২ ব্যবধানে হারিয়ে রিয়াল মাদ্রিদ।  শুরুতে পিছিয়ে পড়লেও শেষ দিকে নাপোলি গোলরক্ষকের আত্মঘাতী গোলেই জয় নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল।

মঙ্গলবার ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে দুই দল। প্রথমেই এগিয়ে যায় ১৯ মিনিটে তাদের এগিয়ে নেন লিও অস্ট্রিগার্ড। সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। ২৭ মিনিটে বেলিংহামের বাড়ানো বল বক্স থেকে প্লেসিং শটে জালে পাঠান ভিনিসিয়াস।

৩৪ মিনিটে দলকে এগিয়ে নেন বেলিংহাম। কামাভিঙ্গা থেকে পাওয়া বল বক্সে নিয়ে চার নাপোলি ফুটবলারকে কাটিয়ে দারুণ এক শটে জাল খুঁজে নেন ইংলিশ এই মিডফিল্ডার। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে রেফারির দেওয়া বিতর্কিত এক পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরান জেলিনিস্কি। এরপর দুই দলই খুঁজতে থাকে জয়সূচক গোল। ৭৬ মিনিটে রিয়াল মাদ্রিদ সেটি পেয়ে যায় নাপোলি গোলরক্ষকের ভুলে। ফেদ্রিকো ভার্লবার্দের নেওয়া জোরালো শট নাপোলি ডিফেন্ডার ডি লরেঞ্জোর গায়ে লেগে দিক পালটে ক্রসবারে লাগে। নাপোলি গোলরক্ষক এলেক্স মেরেটের গায়ে লেগে জড়ায় জালে। বাকি সময়ে অনেক চেষ্টা করেও আর ম্যাচের সমতা ফেরাতে পারেনি নাপোলি।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন