আর্কাইভ থেকে দেশজুড়ে

ডিবিপ্রধানের দেয়া সেই তরবারি এখন জাদুঘরে

বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে তরবারি উপহার দেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ। সেই তলোয়ার সুপ্রিম কোর্ট জাদুঘরে হস্তান্তর করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার (৪ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন বিষয়টি নিশ্চিত করেন।

গেলো ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের হাতে তরবারি তুলে দেন ডিবি প্রধান।

মোহাম্মদ হারুন অর রশীদ বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক। বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলার ঐতিহ্যগত স্বারক হিসেবে এই উপহার দেন তিনি।

প্রধান বিচারপতিকে দেয়া নাগরিক সংবর্ধনায় হারুন অর রশীদ বলেন, আমাদের গর্বের ও অহংকারের নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ।

পরদিনই প্রধান বিচারপতি এটি সুপ্রিম কোর্ট জাদুঘরে দেয়ার সিদ্ধান্ত নেন। পরে চিঠি দিয়ে আনুষ্ঠানিকতাও সারেন তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন