আর্কাইভ থেকে বাংলাদেশ

কোহলিকে শুভেচ্ছা জানালেন মুশি

ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ বলে কথা। নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি! তার এই অনন্য কীর্তিতে তাকে শুভেচ্ছা জানাতে কার্পণ্য করেননি মিস্টার ডিপেন্ডেবল খ্যাত টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম।

কোহলির এই ঐতিহাসিক দিনে (শুক্রবার ০৪ মার্চ) নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় দলের অন্যতম তারকা। নিজের ভেরিফাইড ফেসবুকে মুশি লিখেন, ‘শততম টেস্ট ম্যাচ খেলতে নামায় বিরাট কোহলিকে অভিনন্দন। নিশ্চয়ই বিশেষ অনুভূতি কাজ করছে, কারণ ১০০ টেস্ট খেলা সহজ কোনো কাজ নয়। আমাদের সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের প্রতি শুভকামনা।’

২০১৯ সালের ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের ২৭তম টেস্ট শতকে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেঞ্চুরি সংখ্যা ৭০। কিন্তু ২৭ মাস পেরিয়ে যাওয়ার পরও কোহলি আটকে আছেন সেই ৭০-এ। দীর্ঘ সেঞ্চুরি খরার এই কঠিন সময়ে একে একে ভারতের তিন সংস্করণের নেতৃত্বই হারিয়েছেন অথবা ছেড়ে দিতে হয়েছে তাকে। দলে জায়গা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দুঃসময় পেছনে ফেলে কোহলি আবার কবে তিন অঙ্কের দেখা পাবেন, তা সময়ই বলে দেবে।

হাসিব মোহাম্মদ 

এ সম্পর্কিত আরও পড়ুন