আর্কাইভ থেকে ঢালিউড

রাজের কষ্ট দেখেছেন বুবলী!

একদম চুপিসারে নিজেদের প্রথম ছবির শুটিং শেষ করেন শরীফুল রাজ ও শবনম বুবলী। প্রথমবার জুটি হয়ে পর্দায় আসছেন বর্তমান সময়ের জনপ্রিয় এ দুই তারকা। সরকারি অনুদানের সিনেমা ‘দেওয়ালের দেশ’-এ জুটি বেঁধেছেন দু'জন।

‘দেয়ালের দেশ’ সংশ্লিষ্ট সবার চাওয়াও ছিল শুটিং শেষেই ছবিটি সম্পর্কে যা কিছু জানানোর, জানাবেন। সেই চেষ্টাই করে চলেছেন তারা।

 

রাজ, বুবলী, সিনেমা ‘দেয়ালের দেশ’

এরই মধ্যে সম্প্রতি সংবাদ সম্মেলন করে ছবিটির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সেই পোস্টার প্রশংসিতও হচ্ছে। পোস্টার প্রকাশের ওই অনুষ্ঠানে শরীফুল রাজকে নিয়ে তার সহশিল্পী বুবলী অকপটে বললেন, রাজ কী কষ্ট করেছেন, কীভাবে সারভাইব করছিলেন- তা তিনি দেখেছেন।

সম্প্রতি রাজধানীর হাতিরঝিলের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে বুবলী বলেন, ‘আমরা যখন জানি, ছবিতে সহশিল্পী কে, তখন গল্প পড়ার অনেক ক্ষেত্রে ভাবতে সহজ হয়। এই ছবির ক্ষেত্রে যেহেতু পরিচালক মিশুক ভাই আগেই বলে দিয়েছিলেন, প্রতিটা লাইন পড়ছিলাম, তখন রাজকেই দেখছিলাম। রাজের সঙ্গে প্রথম কাজ।

বুবলী

তাকে আমি খুব পরিশ্রমী সহশিল্পী হিসেবে পেয়েছি। এমনও হয়েছে, শুটিং সেটে অনেক ভিড়, আমি ওকে কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। কারণ, সেটে একদম সাধারণ মানুষ হয়ে মিশে আছে। অনেক ডেডিকেশন নিয়ে কাজ করছে। এটা আমাদের সবার জন্য ভালো, এমন একজন শিল্পী পেয়েছি, যিনি চরিত্র নিয়ে অনেক চিন্তা করেন। ’

শবনম বুবলী বলেন, ‘ছবিতে আমাদের দুজনের কাজটা আসলে অনেক বেশি। আমাদের দুজনের কেমিস্ট্রি সেভাবেই বিল্ডআপ করা হয়েছে। প্রতিটা দৃশ্যে আমাদের দুজনের সংযোগটা জরুরি ছিল। রাজ আমাকে হেল্প করছিল, এটা আমার জন্য ভালো লাগার। এ রকম কো–আর্টিস্ট পাওয়া যায়, যার সঙ্গে কাজ করে সহযোগিতা পাওয়া যায়—যা আমাদের সিনেমার জন্য ইতিবাচক। ’

শরীফুল রাজ

একপর্যায়ে শবনম বুবলী বলেন, ‘সিনেমার লোকেশনে যখন শুটিং করছিলাম, তখন দেখেছি, রাজ কীভাবে সারভাইব করছে। কী কষ্ট করছে। রাজও দেখেছে, আমি কী কষ্ট করেছি। ’

‘দেয়ালের দেশ’ সিনেমায় আরও অভিনয় করেছেন জিনাত সানু স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সমাপ্তি মাশুক, সাবেরী আলম প্রমুখ। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন