টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
বিশ্বকাপের দ্বিতীয় দিন নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। খেলায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।
পাকিস্তানের একাদশ:
ফখর জামান, ইমাম উল, বাবর আজম, মোহাম্মদ রিওজয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।
নিউজিল্যান্ডের একাদশ:
বিক্রমজিৎ সিং, ম্যাক ও’ডাউড, কলিন আকারম্যান, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড, তেজা নিদামানুরু, শাকিব জুলফিকার, লগান ফন বিক, রিওলফ ফন ডার মারউই, পল ফন মিরকেরান, আরিয়ান দত্ত।