মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ ৬ জন
মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ সীমানাবর্তী সোনারগাঁও থানাধীন চিরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ যাত্রীকে জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন আরও ৬ যাত্রী।
শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) খান ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গজারিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রলারটি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন চরকিশোরগঞ্জ এলাকায় আসলে বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারটি নদীতে ডুবে যায়।
তিনি আরও বলেন, ট্রলারে থাকা ১১ যাত্রীর মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার হলেও এখনও ৬ যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে নদীতে অভিযান চলছে।