আর্কাইভ থেকে বাংলাদেশ

মারিউপোলে ফের আংশিক যুদ্ধবিরতি

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের ১১তম দিনে দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে নতুন করে আবারও সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়েছে। 

আজ রোববার (৬ মার্চ) শহরের সিটি কাউন্সিলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খণ্ডকালীন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। পূর্ব ইউরোপের এই দেশটির দক্ষিণাঞ্চলীয় এই বন্দরনগরী থেকে বেসামরিক মানুষকে সরিয়ে নিতেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

যুদ্ধবিরতির কারণে বেসামরিক মানুষ শহরটি থেকে বেরিয়ে যেতে পারবেন। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে নির্দিষ্ট একটি রুটে শহর থেকে সাধারণ মানুষ বের হতে পারবেন।

এর আগে শনিবারও প্রায় একই ধরনের একটি খণ্ডকালীন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার কিছু সময় পরই নতুন করে বোমা হামলা শুরু হওয়ায় সেটি ব্যর্থ হয়।

উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন