আর্কাইভ থেকে দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে আজমেরী গ্লোরি পরিবহনের ধাক্কায় মহাসড়কের ডেলিভারি ভ্যানচালক নিহত হয়েছে।

রোববার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার পল্লী বিদ্যুৎ স্টারলিং কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন (৩০) কুড়িগ্রাম জেলার বুরুঙ্গাবাড়ী উপজেলার গোপালপুর গ্রামের মিনহাজ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ স্টারলিং কারখানার সামনে আজমেরী গ্লোরী পরিবহনের বাস এর চালক দ্রুত বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ওই ভ্যানের পিছনে সজোরে ধাক্কা দিলে মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সফিপুর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ গাড়িটি জব্দ করেন। ঘাতক চালক পালিয়ে যায়।

নাওজোর কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ওসি আতিকুর রহমান জানান, বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন