আর্কাইভ থেকে বাংলাদেশ

ইপিএলে ঐতিহ্যের ডার্বি ম্যাচ আজ

ইংলিশ প্রিমিয়ার লিগে ডার্বির হাইভোল্টেজ ম্যাচে আজ রোববার (০৬ মার্চ) ম্যানচেস্টার সিটির মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।  ফুটবলের রাতে ঐতিহ্যের ম্যাচে মুখোমুখি হচ্ছে সিটি-ইউনাইটেড। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১০ টায়। জয় নিশ্চিত করতে চান সিটিজেন কোচ পেপ গার্দিওলা। আর প্রথম ম্যানচেস্টার ডার্বি রাঙিয়ে রাখতে চান রেড ডেভিল ট্যাকটিশিয়ান রাল্ফ রাংনিক।

সুপার সানডে বলে কথা। সুপার ম্যাচ বিগ গেম। যেই ম্যাচ লাল আর আকাশী নীলে ভাগ করে দেয় গোটা শহরকে। শতবর্ষের পুরোনা দ্বৈরথে আরো একবার বুঁদ হবার অপেক্ষায় ফুটবল বিশ্ব। তবে প্রিমিয়ার লিগে ৫০তম ম্যাচে লড়াইয়ের অপেক্ষায় ম্যান ইউ-ম্যান সিটি। দর্শক অপেক্ষায় রোমাঞ্চকর ম্যাচ দেখার! 

স্বাগতিকদের জন্য চাপও একটু বেশি। পরিসংখ্যানও সেই কথাই বলে। শেষ ৯ ম্যানচেস্টার ডার্বিতে অ্যাওয়ে দল হেরেছে সাত ম্যাচ। তাই ইতিহাদে বাড়তি ভাবনায় সিটিজেন কোচ পেপ গার্দিওলা।  ইনজুরিতে নেই সেন্টার ব্যাক রুবেন দিয়াস ও নাথান আকে। তাই রক্ষণে চিন্তা সিটিজেনদের। তবে ফর্মে রাহিম স্টার্লিং, রিয়াদ মাহরেজ। গার্দিওয়ালার কোচিং ইতিহাসে সবচেয়ে বেশি ৪ হোম ম্যাচ হারের রেকর্ডটাও যে ম্যান ইউর বিপক্ষে। জমে উঠছে লিগ। দুইয়ে থাকা লিভারপুলের সঙ্গে ম্যান সিটির পয়েন্ট ব্যবধান মাত্র ৩।

ঐতিহ্যের লড়াইয়ে আগের লড়াইয়ে ইতিহাদে, ম্যানচেস্টার ডার্বিতে চারবার হেরেছেন স্প্যানিশ কোচ। ম্যানচেষ্টার ডার্বিতে সাম্প্রতিক পরিসংখ্যানেও এগিয়ে অতিথি দল। শেষ নয়টি ডার্বির মধ্যে ৭টি জিতেছে অতিথিরা। সে হিসেবে মর্যাদার ম্যাচে জয়ের আশা করতেই পারে রোনালদো ভক্তরা। 

ম্যান সিটি বস পেপ গার্দিওয়ালা বলেন, আমার মনে হয় ক্লাবের একজন স্ট্রাইকার দরকার। রাংনিক প্রেসিং ফুটবল খেলে। তাই আমাদের সে বিষয়ে ভাবতে হচ্ছে। ওদের বেশ কয়েকজন স্কোরার আছে।

সময়টা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। শেষ ১০ ম্যাচে জালের দেখা পেয়েছেন মাত্র একবার। তাই ম্যাচে পর্তুগীজ তারকাকে নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন রাংনিক। ইনজুরি থেকে ফিরেছেন স্কট ম্যাক টমিনে ও এডিনসন কাভানি। তবে দুজনই শঙ্কায়। জেডন সানচো, ব্রুনো ফার্নান্দেজের দিকে চেয়ে রেড ডেভিলস।

এছাড়া ম্যানসিটির মাঠে লিগ ও কাপ ম্যাচ মিলে সবশেষ তিনবারই জিতেছে রেড ডেভিল শিবির। সিটির চেয়ে পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও লিগে শেষ ৮ ম্যাচে অপরাজিত ম্যানইউ। 

রাল্ফ রাংনিকের অধীনে ঘুরে দাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জার্মান ট্যাকটিশিয়ানের অধীনে ১৭ ম্যাচে মাত্র এক হার রেড ডেভিলদের। চ্যালেঞ্জ প্রথম ম্যানচেস্টার ডার্বি রাঙিয়ে রাখার। সুযোগ পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো সুসংহত করার।

ম্যান ইউ বস রাল্ফ রাংনিক বলেন, মৌসুমে এখনো অনেকগুলো ম্যাচ বাকি। দেখা যাক কি হয়। এখন ভাবনায় শুধু ম্যান সিটি ম্যাচ। তারা বিশ্বের সেরা দলের একটি। পেপ এই দলটাকে নিয়ে দারুন করছে।

প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে জিতেছিলো সিটিজেনরা। এবার কে জিতবে? 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন