আর্কাইভ থেকে আওয়ামী লীগ

লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনে নৌকার প্রার্থী হলেন যারা

আওয়ামী লীগের দুই সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য হওয়া ওই দুই আসনে মনোনয়ন দিয়েছে দলটি। লক্ষ্মীপুর-৩ আসনে নৌকা পেয়েছেন মো. গোলাম ফারুক পিংকু। আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকা পেয়েছেন শাজাহান আলম সাজু।

রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের সভায় তাদের মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে দুইজন সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী কারা হবেন তা চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়।

প্রসঙ্গত, আসন দুটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষণা অনুযায়ী আগামী ৫ নভেম্বর আসন দুটিতে উপনির্বাচন হবে। ইতোমধ্যে দুই আসনে নৌকা প্রতীকে লড়তে ৩০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন