আর্কাইভ থেকে বাংলাদেশ

কিউই বধের মিশন বাঘিনীদের

নিউজিল্যান্ড, ক্রিকেট মাঠে নারী কিংবা পুরষ; দুই ক্ষেত্রেই যাদের অবস্থান বেশশক্তিশালী। এবারের নারী ক্রিকেটেও অন্যতম শক্তিশালী দল তারা। তাদের বিপক্ষে ওয়ানডেতে এখনো মাঠে নামেনি বাংলাদেশের নারীরা। সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আগামীকাল ( সোমবার, ৭ মার্চ) ভোর ৪টায়। কিউইদের বিপক্ষে টাইগ্রেসদের লড়াই। 

২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে কিউইদের ৯১ রানে গুঁড়িয়ে দিয়েছিলো টাইগ্রেসরা। পুরোনো স্মৃতি থেকে আত্মবিশ্বাস হিসেবে খুঁজছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। যদিও ব্যাটিং ব্যর্থতায় জয় পায়নি তারা। তবে বোলিংটাই বেশ কাজে লেগেছিলো সেইদিন। চলমান বিশ্বআসরেও বোলিংটাই বেশ পোক্তা লাল-সবুজদের। যার প্রমাণ রেখেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 

টাইগ্রেসদের বড় অস্ত্র বোলিং। রিতুমণি, সালমা, রুমানারা এবারো আছেন স্কোয়াডে। সেই সঙ্গে পেসার জাহানারা আলম এবং ফারিহা তৃষ্ণাও আছেন দারুণ ছন্দে। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর ব্যাটিংয়ে ভালো করার কথা বলেছিলেন টাইগ্রেস অধিনায়ক। সংবাদ সম্মেলনেও ব্যাটিং ভালো করার কথা টেনে অধিনায়ক জ্যোতি যোগ করেন,‘ওরা আমাদেরকে হালকাভাবে নেবে না বলেই মনে করি, কারণ আমাদের বোলিং আক্রমণ ভালো। পাশাপাশি ব্যাটিংটা যদি ভালো করতে পারি, যে জুটি গড়তে না পারার কারণে গত ম্যাচে ভালো করতে পারিনি, সেখানে মনোযোগ দিতে পারলে, আমরা ভালো ফল করতে পারব।’

দুই দিনের ব্যবধানে আবার মাঠে নামবে টাইগ্রেসরা। নিউজিল্যান্ডের বিপক্ষে পরিকল্পনা করেই মাঠে নামবে টাইগ্রেসরা, এমনটাই জানিয়েছেন জ্যোতি,‘যদিও সময় কম, তবে আজকে আমরা অনুশীলন করেছি। যতটুকু সম্ভব গত ম্যাচের ভুল নিয়ে কাজ করেছি। নিউজিল্যান্ডের বিপক্ষে হয়তো ওয়ানডে খেলিনি, তবে ওদের অনেক ম্যাচ দেখেছি। আমাদের অ্যানালিস্ট যতটুকু সম্ভব ওদের সম্পর্কে তথ্য দিয়ে যাচ্ছে। এসবের ওপর ভিত্তি করেই আমরা পরিকল্পনায় এগোব। ম্যাচের আগে একটা মিটিং হবে আমাদের। তাদের বিপক্ষে দলীয় পরিকল্পনা নতুন করে করার চেষ্টা করব।’

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা দেখিয়েও ব্যাটিং ব্যর্থতায় ৩২ রানে হেরে যায় বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন