আর্কাইভ থেকে বাংলাদেশ

চীনকে মরিসনের ‘পরিষ্কার সতর্কবার্তা’

রাশিয়ার আক্রমণ ইউরোপের জন্য একটি সতর্ক সংকেত, কিন্তু ‘কতৃর্ত্ববাদী শাসকরা কীভাবে সহিংসতার মাধ্যমে গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করে, তার সর্বশেষ উদাহরণ।’ চীনকে উদ্দেশ্য করে বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

আজ সোমবার (৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

স্কট মরিসন এর আগেও রাশিয়া ও ইউক্রেন ইস্যুতে কথা বলেছেন। কিন্তু এবার তিনি বলছেন, এই যুদ্ধ অন্যান্য দেশের প্রতি চীনের হুমকির বিষয়টিকেও সামনে নিয়ে এসেছে।

সরাসরি চীনের নাম উল্লেখ না করলেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বহু বছর ধরে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সতর্কবার্তা জানিয়ে আসছে। 

চীনের ক্ষেত্রে যেসব শব্দ ব্যবহার করেন, সেই একই শব্দ রাশিয়ার ক্ষেত্রেও ব্যবহার করেছেন তিনি।

এসব দেশের ব্যাপারে চোখ খোলা রাখা এবং যৌথভাবে মোকাবেলা করার জন্য পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানান স্কট মরিসন।

গেলো রোববার (৬ মার্চ) ইউক্রেন ও রাশিয়ার মধ্যেকার এই সঙ্কটময় মুহুর্তে আগুনে ঘি ঢেলে সেই যুদ্ধকে আরও উসকে দেয়া যুক্তরাষ্ট্রের এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করবে বলে জানিয়েছে চীন। এরই প্রেক্ষিতে চীনকে উদ্দেশ্য করে এ সব কথা বলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গেলো ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন