আর্কাইভ থেকে এশিয়া

ইসরাইলের পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে পাল্টে দেবে: নেতানিয়াহু

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জবাবে ইসরাইলের নেয়া পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে পাল্টে দেবে।এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

স্থানীয় সময় সোমবার(৯ অক্টোবর)দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় স্থানীয় মেয়রদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় মেয়র ও জনগণের সামনে দেওয়া বক্তব্যে মধ্যপ্রাচ্যকে বদলে দেওয়ার হুমকি দিয়ে নেতানিয়াহু বলেন, আপনারা ধৈর্যের সঙ্গে নিজেদের অবস্থানে অবিচল থাকুন। কারণ আমরা মধ্যপ্রাচ্যকেই বদলে দিতে যাচ্ছি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন,আমাদেরকে প্রবেশ করতে হবে। আমরা এখন সমঝোতা করতে পারব না।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত শনিবার ইসরাইলে বড় ধরনের আক্রমণ শুরু করে।মঙ্গলবার চতুর্থ দিনে গড়িয়েছে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ। দুই পক্ষ মিলে ইতোমধ্যে নিহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া কয়েক হাজার মানুষ আহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় দেড় লাখ লোক উদ্বাস্তুতে পরিণত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন