আর্কাইভ থেকে বাংলাদেশ

ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই গ্রেপ্তার

২০০০ কোটি অর্থ পাচার মামলায় সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেসাম হোসেন বাবর গ্রেপ্তার করেছে ফরিদপুর পুলিশ। 

গেলো সোমবার (৭ মার্চ) গভীর রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

খন্দকার মোহতেসাম হোসেন বাবর ফরিদপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপর সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ঢাকার বসুন্ধরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে ফরিদপুরে নিয়ে আসা হয়েছে।

২০২১ সালের ৩ মার্চ ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় খন্দকার মোহতেসাম হোসেন বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এই অভিযোগপত্র দাখিল করেন সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন