আর্কাইভ থেকে বাংলাদেশ

রুশদের থেকে তেল-গ্যাস নেবে না যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে সব ধরনের তেল-গ্যাস আমদানি করবে না যুক্তরাষ্ট্র। ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

গেলো মঙ্গলবার (৮মার্চ) সকালে হোয়াইট হাউসে বক্তৃতাকালে বাইডেন এ নিষেধাজ্ঞা দেন। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই পদক্ষেপের লক্ষ্য ‘রাশিয়ার অর্থনীতির প্রধান ধমনী।’

তিনি জানান, আমরা রাশিয়ার তেল-গ্যাস ও জ্বালানি আমদানি নিষিদ্ধ করছি। তার মানে মার্কিন বন্দরে রাশিয়ার তেল আর গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে আমেরিকান জনগণ পুতিনের যুদ্ধযন্ত্রে আরেকটি শক্তিশালী ধাক্কা দেবে।

বাইডেন বলেন, সম্মিলিতভাবে ইউরোপীয় দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণভাবে অনেক বেশি তেল উৎপাদন করে।

উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন