আর্কাইভ থেকে দেশজুড়ে

তেঁতুলিয়ায় স্কুল পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি স্কুল পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যলয় পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের মুজিব কর্ণার ও শেখ রাসেল কর্ণার, রিসোর্স সেন্টার, বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ও শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান প্রত্যক্ষ করেন। তিনি শিশু শিক্ষার্থীদের শিখন দক্ষতা যাচাই করতে পাঠ্য বই থেকে প্রশ্ন করেন। পরে শিক্ষার্থীদের সাথে ফটোসেশনে অংশ নেন। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, শিশুদের আনন্দঘন পরিবেশে লেখাপড়া করার পরিবেশ সৃষ্টি করে হাসিখুশির মধ্যে বিদ্যালয়ে আসা ও লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে বিদ্যালয় গুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

এসময় প্রাথমিকের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) কনক কুমার দাস, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোখলেসু রহমান,  আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমানসহ শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন