আর্কাইভ থেকে বাংলাদেশ

রাশিয়ার তৃতীয়বারের মতো ‘মানবিক করিডোর’ ঘোষণা

বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে সুযোগ দেয়ার জন্য রাশিয়া তৃতীয়বারের মতো মানবিক করিডোর ঘোষণা করেছে। দেশটির রাশিয়ার রাষ্ট্রীয় মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

রাশিয়ার স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর একটা) থেকে এই করিডোর কার্যকর হবে।

কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ, মারিউপোল শহরের বাসিন্দারা নিরাপদ করিডোর ব্যবহারের সুযোগ পাবেন।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, গতকালের যুদ্ধবিরতিতে তারা সুমি শহর থেকে পাঁচ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

তবে চেরনিহিভ শহরে রাশিয়ার গোলা হামলার কারণে এ ধরনের উদ্যোগ ভেস্তে গেছে।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা তুরস্কে একটি বৈঠকে মিলিত হতে হচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন