আর্কাইভ থেকে বাংলাদেশ

মৌমা‌ছির আক্রমণে ৩ ব্যক্তি আহত

কু‌ড়িগ্রামের উ‌লিপু‌র উপজেলায় মৌমা‌ছির আক্রমণের শিকার হয়ে ৩২টি কবুতরের মৃত্যু হয়েছে।এসময় তিন ব‌্যক্তিসহ ৬টি গরু, ২টি ছাগল আহত হ‌য়।

আজ বুধবার (৯মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউ‌নিয়‌নের ফারা‌জিপাড়া গ্রামের রাধানাথ বর্মন (৫৫) নামের এক ইউ‌পি সদস‌্যর বা‌ড়িতে এই ঘটনা ঘটে। এ সময় ওই মেম্বার তার স্ত্রী পূ‌র্ণিমা রা‌ণি (৫০) এবং বৃদ্ধ মা সু‌রবালা(৭০)আহত হ‌ন।

ইউপি সদস্য রাধানাথ বর্মন ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, রাধানাথ বর্মনের বা‌ড়ির উঠানের আম গাছে বড় এক‌টি মৌচাক ছিল। আজ ( ৯মার্চ )বুধবার দুপুরে ওই মৌচাকে কয়েক‌টি বাজপা‌খি হানা দিলে মৌমা‌ছি গু‌লো দিকবি‌দিক ছোটাছু‌টি করে। এসময় মৌমাছি  আক্রমণে ৩২টি কবুতর মারা যায়। এছাড়াও হুল ফু‌টিয়ে ৬টি গরু,২টি ছাগলও আহত হয়। এই

ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পরে। খবর পে‌য়ে থানা পু‌লিশ এবং ডাক্তার ওই বাড়ী প‌রিদর্শন করেন।

এ বিষয়ে ইউ‌পি সদস‌্য রাধানাথ বর্মন বলেন, আম গাছের আড়ালে মৌমা‌চির চাক ছিল এটা আমরা কেউই জানতাম না। আজ হঠাৎ করে বাজপা‌খির হামলায় মৌচাক‌টি ভেঙ্গে পড়ে মৌমাছি ক্ষয়ক্ষতি সাধন করে।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন