মিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
রাজধানীর মিরপুরে রাজনৈতিক প্রতিহিংসার জেরে শাহ আলম (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শাহ আলমের গ্রামের বাড়ি সাভারের মোগড়াকান্দা এলাকায়। তার বাবার মুক্তিযোদ্ধা সৈয়দ আলী।
দুই গ্রুপের রেষারেষিতে দারুসসালাম ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের এই নেতা খুন হন বলে জানান স্থানীরা। একটি গ্রুপের দাবি, মীমাংসার কথা বলে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়।
মিরপুর দারুসসালাম ১০ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নাবিল গ্রুপের অভিযোগ, আগের একটি ঘটনা মীমাংসার জন্য ডাকা হয় শাহ আলমকে। সেখানেই হত্যা করা হয় তাকে।
পুলিশ সরাসরি কথা না বললেও, কর্তব্যরত ডিউটি অফিসার মোবাইল ফোনে মারামারির ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
কেএস