শর্ত প্রত্যাহার করলে সংলাপের বিষয়টি বিবেচিত হবে: কাদের
সংলাপ সম্পর্কে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল কোনো কথা বলেনি। আওয়ামী লীগ শর্ত দেয়া কোনো আলোচনায় বসবে না। এর বাইরে যে পরামর্শ তাতে সরকারের আপত্তি নেই। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ যে চারটি শর্ত দিয়েছে বিএনপি, সেগুলো প্রত্যাহার করা হলে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘অন্য বিষয় (মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের) নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ওগুলো নিয়ে আমরা সবাই একমত।’
টিআর/