আর্কাইভ থেকে ক্রিকেট

ভারত চাপে থাকবে বাংলাদেশের বিপক্ষে, বললেন সুজন

বিশ্বকাপের যাত্রাটা আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে হার দেখেছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে হেরেছিল ছিল ১৩৭ রানে। আর নিউজিল্যান্ড টাইগারদের হারায় ৮ উইকেটে।

টাইগারদের পরের ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে। স্বাভাবিকভাবে লিটন-মিরাজদের জন্য কঠিন পরীক্ষা হতে যাচ্ছে ওই ম্যাচ। তবে ওই রোহিতরাই চাপে থাকবেন বলে মনে করছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

গণমাধ্যমকে সুজন বলেন, 'আমার মনে হয়, আমাদের চেয়ে ভারতের ওপরই বেশি চাপ থাকবে। আমরা গোছানোর সময় পাব। গত ৭ দিনে ৩ ম্যাচ খেলেছি। পরের ২৯ দিনে খেলব ৬ ম্যাচ। পরের ম্যাচ ৬ দিন পর। নতুন করে চিন্তাভাবনা করার সময় পাব। আমাদের হারানোর কিছু নেই। নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের সাহস নিয়ে খেলতে হবে। আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। আগ্রাসী আচরণ না থাকলে এই লেভেলে খেলা কঠিন।'

এ সম্পর্কিত আরও পড়ুন