চোটের কারণে পর্যবেক্ষণে থাকবেন সাকিব
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোটে পড়েছেন সাকিব আল হাসান। বাম ঊরুর এই চোটের কারণে সাকিবকে আগামী কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। শনিবার (১৪ অক্টোবর) সাকিবের চোট নিয়ে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।
পাঠানো বিবৃতিতে ফিজিও বায়েজিদ ইসলাম জানিয়েছেন, 'ব্যাটিংয়ের সময় বাঁ উরুর মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে থাকেন সাকিব। এরপর তিনি ফিল্ডিং করেন এবং ১০ ওভারের কোটা পূরণ করেন। ম্যাচ শেষে তার এমআরআই স্ক্যান করা হয়েছে। আগামী ম্যাচগুলোর পূর্বে তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে। আমরা ক্লিনিক্যালি তার প্রতিদিনের অগ্রগতি মূল্যায়ন করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব।'
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় দৌড়ে রান নিতে গিয়ে ঊরুর চোটে পড়েন সাকিব। তবে তিনি চোট সামলে ব্যাটিং চালিয়ে গেছেন। ফিল্ডিংয়ের সময় নিজের বোলিংয়ের ১০ ওভারের কোটাও পূরণ করেছেন।
এরপর অবশ্য সাকিবকে মাঠে দেখা যায়নি। নিজের বোলিং শেষ করে মাঠ ছাড়েন তিনি। পরে জানা যায় স্ক্যান করানোর জন্য সাকিবকে হাসপাতালে নেওয়া হয়েছে।