মারা গেলো ৪ নবজাতক, আরেকটির অবস্থাও আশঙ্কাজনক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম দেয়া মনসুরা আক্তারের ৫ নবজাতকের মধ্যে একে একে চরটিই মারা গেলো। জন্মের পরপরই তাদের এনআইসিইউতে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন একমাত্র মেয়ে শিশুটির অবস্থাও সঙ্কটাপন্ন। কন্যাশিশুটিকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।
রোববার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগের (এনআইসিইউ) প্রধান অধ্যাপক ডা. মনীষা ব্যানার্জি জানান, জন্মের সময়ই ৫ নবজাতকের ওজন খুব কম ছিলো।এছাড়াও ছিলো নানান জটিলতা। জন্মের কয়েক ঘণ্টা পর একটি শিশু মারা যায়। এরপর একে একে আরও ৩টি শিশু মারা যায়।
তিনি আরো জানান, বর্তমানে এনআইসিইউতে এক মেয়ে শিশু চিকিৎসারত আছে। তবে তার অবস্থাও আশঙ্কাজনক।
গেলো বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে নরমাল ডেলিভারির মাধ্যমে ৫ সন্তানের জন্ম দেন মনসুরা আক্তার। যার ১টি ছেলে ও ৪টি মেয়ে।
নরসিংদীর শিবপুরের বান্ধারদিয়া গ্রামের সিএনজি অটোরিকশা চালক আমির উদ্দিন মামুনের স্ত্রী মনসুরা আক্তার (২১)। তার বাবার বাড়ি একই উপজেলার নিনগাও গ্রামে। আড়াই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের।