আর্কাইভ থেকে ক্রিকেট

ভালো শুরু পরেও অল্প রানেই থেমে গেল শ্রীলঙ্কা

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। খেলায় শুরুতে ব্যাট করতে নেমে দারণ শুরু করেও সেই রান বেশি দূরে নিতে পারলেন না লঙ্কান ব্যাটাররা। ৪৩.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ২০৯ রান।

সোমবার লখণৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপায়ী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট ধরে রেখে ব্যাট চালাতে থাকেন পাথুম নিশাঙ্কা ও কুশাল পেরেরা। পাওয়ার প্লের ১০ ওভারেই দলীয় অর্ধশতক রান পূর্ণ হয় লঙ্কানদের।

কিন্তু দলীয় ১২৫ রানে পাথুম নিশাঙ্কার বিদায়ের পর কিছু সময় পেরেরার ব্যাটে লড়াই চালিয়ে যায়। কিন্তু ৭৮ রানে পেরেরার বিদায়ের পর লঙ্কান শিবিরে শুরু হয় আসা-যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত ২০৯ রানেই থেমে যায় তাদের ইনিংসের চাকা।

অস্ট্রেলিয়ার চারটি উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স দুটি করে আর গ্লেন ম্যাক্সওয়েল নেন একটি উইকেট।

 

এ সম্পর্কিত আরও পড়ুন