আর্কাইভ থেকে আওয়ামী লীগ

দেশের ৪ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মতো: বাণিজ্যমন্ত্রী

দেশে ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় চার কোটি মানুষ আছেন, যাদের ক্রয়ক্ষমতা ইউরোপের বাসিন্দাদের মতো। বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় ‘১৮তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৩’ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, বাংলাদেশে যে ১৭ কোটি মানুষ আছে, তাদের মধ্যে চার কোটি মানুষের ক্রয় ক্ষমতা ইউরোপের মানুষের সমান। এই চার কোটি মানুষ কিন্তু দাম দিয়ে ভালো জিনিসপত্র কিনতে পারেন।

দেশেই যেহেতু ‘ইউরোপের মানুষের মতো’ বিপুল সংখ্যক নাগরিকের ক্রয়ক্ষমতা তৈরি হয়েছে, সেহেতু তাদের জন্য ইউরোপীয় মানের আসবাবপত্র বানাতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ব্যবসায়ীদের বলব, আপনারা মধ্যবিত্তের কথাও স্মরণ রাখবেন। পাশাপাশি আমরা যদি দেশের সার্বিক উন্নয়ন চাই, তাহলে কিন্তু কর্মক্ষেত্রেরও চিন্তা করতে হবে। আমাদের লক্ষ্য আগামী ২০৪০ সালে দেশের মানুষের মাথাপিছু গড় আয় ২ হাজার ৮০০ ডলার থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার ডলার করা, যা অস্ট্রেলিয়ার সমান মাথা পিছু আয় হবে।

যে পরিমাণ ফার্নিচার রপ্তানি হবে, সেগুলো তৈরি করতে যে সব কাঁচামাল আমদানি করা হবে, তার উপর বন্ডের বা কর ছাড় সুবিধা দেয়ার কথা চিন্তা করছে সরকার। এমন তথ্য জানিয়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, এই বন্ড সুবিধা দেওয়া সরকারের পক্ষে সম্ভব। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে, এ বিষয়ে পদ্ধতি বের করা হবে। যাতে করে রপ্তানির পরিমাণটা বাড়ে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া ১৮তম জাতীয় ফার্নিচার মেলার এই আয়োজন চলবে ২১ অক্টোবর পর্যন্ত। মেলায় ৩০টি প্রতিষ্ঠানের মোট ১৮৫টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা টিকিটে মেলা পরিদর্শন করতে পারবেন ক্রেতারা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন