আর্কাইভ থেকে বাংলাদেশ

অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি : সিইসি

অভিযোগ রয়েছে- অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। আগামী নির্বাচন অধিকতর অংশগ্রহণমূলক করতে চাই। এজন্য নির্বাচন কমিশন সবার মতামত নিচ্ছে। নির্বাচন প্রকৃত অংশীদারিত্বমূলক করতে চায় কমিশন। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ রোববার (১৩ মার্চ) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শিক্ষাবিদদের সঙ্গে ইসির প্রথম বৈঠকের আগে এ কথা বলেন তিনি।

সংলাপে আউয়াল কমিশনের প্রথম বৈঠকে ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে অনেকেই বৈঠকে আসেননি।

সংলাপে অংশ নেওয়াদের মধ্যে যাদের নাম নিশ্চিত হওয়া গেছে, তারা হলেন- সাদেকা হালিম, মোহাম্মদ ইয়াহিয়া আখতার, আবদুল মান্নান চৌধুরী, মফিজুল ইসলাম, আনোয়ার হোসেন, নাজমুল আহসান কলিমুল্লাহ, ড. আখতার হোসেন, আল মাসুদ হাসানুজ্জামান, জাফর ইকবাল, বোরহান উদ্দিন খান, লায়লাফুর ইয়াসমিন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরির পরিকল্পনা করছে ইইস। এজন্য ধারাবাহিক এ সংলাপ। তাই বিশিষ্ট নাগরিক, গণমাধ্যম প্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এ সম্পর্কিত আরও পড়ুন