তাড়াশে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত
সিরাজগঞ্জের তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগ।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্যর্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সামনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। এসময় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল খালেক তালুকদার, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।
এর আগে আলোচনা সভায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয় ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।