আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনায় আক্রান্ত বারাক ওবামা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা করোনায় আক্রান্ত। টুইটারে নিজেই এ তথ্য জানিয়েছেন।

আজ সোমবার (১৪ মার্চ) তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর থেকে এ তথ্য নিশ্চিত জানা যায়।

সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট জানান, কয়েক দিন ধরে তার খুসখুসে কাশি ছিলো। পরে নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে তিনি এখনও সুস্থবোধ করছেন। 

ওবামা আরও জানান, তার স্ত্রী সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামাও করোনার পরীক্ষা করিয়েছিলেন। তবে তার ফল নেগেটিভ এসেছে।  

মার্কিনিদের করোনাভাইরাসের টিকা নিতে উৎসাহিত করে তিনি বলেন, মিশেল ও আমি টিকা নিয়েছি। বুস্টার ডোজও নিয়েছে।
আপনি যদি ইতোমধ্যে টিকা না নিয়ে থাকেন, তবে আপনাকে টিকা নেয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি সংক্রমণ যদি কমেও যায় তবু টিকা নিন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন