আর্কাইভ থেকে এশিয়া

গাজায় নিহত বেড়ে ৩,৪৮৮

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের সংঘাতের ১১দিন চলছে। সংঘর্ষ শেষ হওয়ার কোনো ইঙ্গিত নেই। আছে কেবল মুহুর্মুহু রকেটের বিকট শব্দ আর সাধারণ মানুষের লাশ। গেলো ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায়। জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়েই যাচ্ছে ইসরাইল। দেশটি একইসাথে স্থল ও আকাশ অভিযান পরিচালনা করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত ইসরাইলের হামলায় গাজায় ৩ হাজার ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১২ হাজার ৬৫ জন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন বলছে, আহতদের মধ্যে ৭০ শতাংশই নারী এবং শিশু। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এখনও প্রায় ১৩০০ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৬০০’র বেশি শিশু।

তাছাড়া তেল আবিব গাজায় পানি, খাবার ও জ্বালানী সরবরাহের সবগুলো রুট বন্ধ করে দেয়ায় সেখানকার মানবিক সংকট চরমে পৌঁছেছে।

গাজা উপত্যকায় ইসরাইলি অভিযানে এক হাজার ৩০০’র বেশি ভবন ধ্বংস হয়েছে। প্রায় এক সপ্তাহব্যাপী ইসরাইলি বাহিনীর ভয়াবহ বোমা বর্ষণের পর জাতিসংঘ এ কথা বলেছে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, ওই ভবনগুলোর ‘পাঁচ হাজার ৫৪০টি আবাসন ইউনিট’ ধ্বংস হয়ে গেছে এবং আরও প্রায় তিন হাজার ৭৫০টি বাড়ি এত খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই বুধবার তেল আবিবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সেখানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন।

অন্যদিকে গাজার একটি হাসপাতালে মঙ্গলবার রাতে ইসরাইলি বিমান হামলার জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। ইসরাইল সফর শেষে জর্ডানের রাজধানী আম্মানে বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে তার বৈঠকের কথা ছিলো।

হামলার শিকার হাসপাতালটিতে ইসরাইলের হামলায় আহতসহ শত শত রোগী ভর্তি ছিলেন। বাস্তুচ্যুত হওয়া অনেক ফিলিস্তিনিও সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।

টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন