আর্কাইভ থেকে তথ্য-প্রযুক্তি

হামাসকে সমর্থন করলেই পোস্ট সরাচ্ছে মেটা

ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক সংগঠন হামাসের প্রশংসা বা তাদের প্রতি সমর্থন জানিয়ে দেয়া পোস্টগুলো সরিয়ে দিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম।

বুধবার (১৮ অক্টোবর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মূল কোম্পানি মেটা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মেটা বলছে, হামাস-ইসরাইল সংঘাত শুরুর প্রথম তিন দিনে তাদের এই দুই প্ল্যাটফর্ম থেকে ৭ লাখ ৯৫ হাজারে বেশি কন্টেন্ট সরিয়ে নেয়া হয়েছে অথবা ‘ডিস্টার্বিং’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কন্টেন্ট প্রধানত আরবি বা হিব্রু ভাষায় লেখা হয়েছিল।

হামাসের হাতে ইসরাইলি জিম্মি হওয়া সংক্রান্ত পোস্টও সরিয়ে দিচ্ছে মেটা। পাশাপাশি সরানো হয়েছে এ সংক্রান্ত একাধিক ইনস্টাগ্রাম হ্যাশ ট্যাগ এবং লাইভ ভিডিও।

এমনকি, এই জিম্মি পরিস্থিতির নিন্দা বা সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পোস্ট করা হলেও সেগুলো সরিয়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছে ফেসবুকের মূল কোম্পানিটি।

টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন