আর্কাইভ থেকে বাংলাদেশ

সানি লিওনের ঢাকায় আসা নিয়ে তথ্য মন্ত্রণালয়ের বক্তব্য

গেলো ১২ মার্চ আলোচিত-সমালোচিত বলিউড অভিনেত্রী ও সাবেক পর্ন স্টার সানি লিওন বাংলাদেশে আসেন। একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে পরদিন তিনি ঢাকা ত্যাগ করেন। সানি লিওনের ঢাকায় আসা নিয়ে আলোচনা শুরু হয় সারা দেশে। তার আগমনের প্রতিবাদও জানিয়েছে কয়েকটি সংগঠন।

তবে সানি লিওনের বাংলাদেশে আগমনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রোববার (১৩ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখার উপ-সচিব মো. সাইফুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২ মার্চের ৫২ নম্বর স্মারকের মাধ্যমে ‘সোলজার’ নামক চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য আমেরিকান অভিনেত্রী করনজিৎ কর ওয়েভারের অনুকূলে বাংলাদেশে আগমনের ওয়ার্কপারমিট প্রদান করা হয়। পরে দেখা যায়, এ আমেরিকান অভিনেত্রী প্রকৃতপক্ষে সানি লিওন। সঠিক তথ্য গোপন করে ওয়ার্কপারমিট গ্রহণের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তার ওয়ার্কপারমিট বাতিল করা হয়।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এতে আরও বলা হয়, সানি লিওন গানবাংলা টেলিভিশনের আমন্ত্রণে বাংলাদেশে আগমন করেছেন। এই আগমনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কোনও সম্পৃক্ততা নেই।

 

এ সম্পর্কিত আরও পড়ুন