ক্রিজে এসে টিকতে পারলেন না অধিনায়ক শান্ত
ভারতের বিপক্ষে শুরু ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। দুই ওপেনার মিলে গড়েন ৯৩ রানের জুটি। তবে অর্ধশতক ছুঁয়েই সেই জুটি ভাঙ্গেন তানজিদ তামিম।
এরপর ক্রিজে এসে টিকতে পারেননি আজকের ম্যাচে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত। ক্রিজে এসে মাত্র ৮ রানে ফিরে গেছেন শান্ত।
১১০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারালো বাংলাদেশ। শান্ত আউট হলেও অর্ধশতক ছুঁয়ে ফেলেছেন লিটন দাশ।