ওভার পুরো করার আগেই হাসপাতালে হার্দিক
বাংলাদেশের ব্যাটিং ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সেই ওভার পুরো করা সম্ভব হয়নি তার পক্ষে। নিজের তৃতীয় বলে চোটে পড়েন তিনি। লিটন দাসের শট পা দিয়ে আটকাতে গিয়ে গোড়ালিতে আঘাত পান।
এরপর মাঠে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও বল অথবা ফিল্ডিং করার অবস্থায় ছিলেন না তিনি। ফলে ছাড়তে হয় মাঠ। জানা গেছে, মাঠ থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হার্দিককে। গোড়ালির অবস্থা জানতে স্ক্যান করানো হবে তার।
ভারতীয় ক্রিকেট বোর্ড তাৎক্ষণিক বার্তায় জানিয়েছে, হার্দিক পাণ্ডের চোট পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্ক্যান করতে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে, হার্দিকের জায়গায় ওই ওভার পূরণ করেন বিরাট কোহলি।