ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ২৮ অক্টোবর
ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী ২৮ অক্টোবর এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন।
এরআগে বুধবার (১৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন। এই মহাসমাবেশ থেকে সরকার পতনের মহাযাত্রা শুরু হবে বলেও জানান তিনি।
বিএনপির মহাসমাবেশের প্রতিবাদে এবং রাজপথে মানুষের জানমালের নিরাপত্তায় একই দিন সমাবেশ করার ঘোষণা দিলো আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন সমাবেশে অংশগ্রহণ করবে বলে জানান কামরুল ইসলাম।
এএম/