আর্কাইভ থেকে দেশজুড়ে

৪২ লাখের আপেল, বিক্রি হলো ৫ লাখে

বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ২৫ মেট্রিক টন আপেল প্রকাশ্য নিলামে তুলে এ দর পেয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ। ৪২ লাখ টাকার আপেল নিলামে সর্বোচ্চ দাম উঠেছে মাত্র ৫ লাখ ৫ হাজার টাকা। এতে কেজি প্রতি আপেলের দাম পড়ে ২১ টাকা।

প্রায় ছয় মাস আগে আমদানি হওয়া এসব আপেল অধিকাংশ খাওয়ার অনুপযোগীর শঙ্কায় দাম কম উঠেছে বলে দাবি নিলামে অংশ নেয়া ব্যবসায়ীরা।

এ ছাড়া আপেলের পাশাপাশি নিলামে ১২ মেট্রিক টন প্রিমিয়াম এনজাইম সলিউশনও (নন-আয়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট মেগা ডিএক্সপ্লাস) বিক্রি হয়েছে। নিলামে কেনা পণ্য দ্রুত ছাড়ের দাবিও জানান ব্যবসায়ীরা।

কাস্টমস জানায়, ২৫ হাজার ৪৯৯ কেজি ওজনের এসব আপেলের সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৪২ লাখ ৩৫ হাজর ৫৪৯ টাকা। যাতে কেজিপ্রতি দর দাঁড়ায় ১৬৬ টাকা। কিন্তু নিলামে আপেলের দাম উঠে ৫ লাখ ৫ হাজার টাকা। এ ছাড়া নিলামে তোলা হয় ১২ মেট্রিক টন প্রিমিয়াম এনজাইম সলিউশন। যার মূল্য ১৪ লাখ ৬৫ হাজার ধরা হলেও নিলামে দাম উঠে ৩ লাখ ৩০ হাজার টাকা।

নিলামে উঠা আপেলগুলো কিনে মাসুম এন্টারপ্রাইজ এবং এনজাইম সলিউশন কিনে এম আর এফ ট্রেডিং।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম সাবজেক্ট ডেপুটি কমিশনার ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী গণমাধ্যমে বলেন, বন্দর ইয়ার্ড খালি করার জন্য আমরা এখন থেকে পচনশীল পণ্য দ্রুত নিলামের উদ্যোগ নিয়েছি। এ কার্যক্রম চলমান থাকবে।

প্রসঙ্গত, নিলামের আগে গেলো বুধবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম কাস্টম হাউসের আশপাশের এলাকার মাইকিং করা হয়।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন