শীতের আগমন বার্তা, পড়ছে কুয়াশা
দেশের সর্ব উত্তরের শেষ প্রান্ত হিমালয় কন্যা খ্যাত শীত প্রবন জেলা পঞ্চগড়। শীত মৌসুমের আগেই হেমন্তেই শীতের আগমন বার্তা নিয়ে এসেছে। হিমালয় পাদদেশে অবস্থান হওয়ার কারণে দেশের প্রথম শীতের আগমন ঘটে এই এ জেলায় আর শীত বিদায়ও নেয় সবার শেষে।
এদিকে শীতকে ঘিরে দরিদ্র শীতার্ত মানুষেরা যেন শীতের দুর্ভোগ পোহাতে না হয়। এজন্য শীত মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে আগে ভাগেই এ অঞ্চলের মানুষ। অনেকে এখন থেকে লেপ তোশক তৈরি শুরু করেছে। আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে শীতের আগমন ঘটবে আর সাথে সাথে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
হিমালয় পাদদেশে অবস্থিত হওয়ায় হিমালয় কন্যা হিসেবে পরিচিত উত্তরের শীত প্রবণ জেলা পঞ্চগড়। তাই শীত মৌসুমের আগেই শীতের আগমন ঘটেছে এ জেলায়। প্রতিবারের ন্যায় এবারও এর ব্যতিক্রম কিছু ঘটেনি। এখনিই সন্ধ্যার পর পরেই কুয়াশাা পড়া শুরু হয়েছে। ভোর রাত পর্যন্ত কুয়াশা পড়ছে। সেই সাথে রাতের শীতল বাতাস শরীরে শীত অনুভূত হচ্ছে। অনেকে শেষ রাতে গায়ে হালকা কাঁথা-কম্বল জড়িয়ে নিচ্ছেন। ভোরে বিন্দু বিন্দু দেখা যায় শিশিরে ভেজা গাছপালা। দুপুর পর্যন্ত সূর্যের উত্তাপ তাকালেও বিকেলে কিছুটা কমে আসছে।
প্রকৃতিতে এসেছে হেমন্তের ছোঁয়া। ভোরের শিশিরবিন্দু। সাঁঝের বেলায় শীতল হাওয়া আর কুয়াশায় এবং তাপহীন সূর্য জানান দিচ্ছে পূর্ণ শীতের আগমন।
এমনই শীতের আবহ বিরাজ করছে গত এক সপ্তাহ ধরে। তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানায়, পঞ্চগড়ে শীতের আবহ বিরাজ করছে। নভেম্বরের শুরুতেই শীতের প্রকোপ শুরু হতে পারে।
এএম/