আর্কাইভ থেকে বাংলাদেশ

রোনালদো হ্যাটট্রিক করবে, কোচের বিশ্বাস

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠে রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগে ১-১ গোলে করেছে অ্যাটলেটিকোর মাঠে। আজ মঙ্গলবার (১৫ মার্চ) রাতে ওল্ড ট্র্যাফোর্ডে যারাই জিতবে তারাই যাবে কোয়ার্টার ফাইনালে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। 

অ্যাটলেটিকো বরাবরই তার প্রিয় প্রতিপক্ষ। আগের ম্যাচে হ্যাটট্রিক করে ম্যানইউয়ের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও প্রস্তুত। করোনার কারণে টটেনহামের বিপক্ষে খেলতে না পারা ব্রুনো ফার্নান্দেজও আজ (মঙ্গলবার) মাঠে নেমে যেতে পারেন। ওদিকে, অ্যাটলেটিকো পাচ্ছে না ডিফেন্ডার হোসে হিমেনেসকে।

ম্যাচের আগের দিন রোনালদোকে নিয়ে বেশ আশাবাদী ম্যানইউ কোচ, ‘তার রোনালদো’র পারফর্মেন্স খুবই ভালো। আশাকরি, আজকের ম্যাচে রোনালদো এমন পারফর্মেন্স করবে। হয়তো সে হ্যাটট্রিক করে ফেলবে। আমরা জিততে চাই। আমাদের সমর্থকরা সবসময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা জানে আমরা জয়ের কতটা মুখিয়ে থাকি। আজ রাতে আমাদের লক্ষ্য একই থাকবে।’

হাসিব মোহাম্মদ
  

এ সম্পর্কিত আরও পড়ুন