আর্কাইভ থেকে ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা। খেলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।

আজ শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১ টায়।

সব শেষে ম্যাচে ডাচরা শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল। সেই আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচেও জয় পেতে চাইবে নেদারল্যান্ডস। অন্যদিকে লঙ্কানরা চলমান আসরে এখন পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি। তাই ডাচদের হারিয়ে প্রথম জয়ের আশায় থাকবে শ্রীলঙ্কা।

 

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশঙ্কা।

 

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, লোগান ভ্যান, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন

এ সম্পর্কিত আরও পড়ুন