আর্কাইভ থেকে বিএনপি

মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

আসন্ন ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সমানে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

শনিবার (২১ অক্টোবর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এ আবেদন করা হয়।

এদিকে, ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি বলে জানা গেছে।

এর আগে গেল ১৮ অক্টোবর সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এক দফা দাবি আদায়ে আংশিক কর্মসূচির হিসেবে আগামী ২৮ তারিখ শনিবার মহাসমাবেশ করব। এরপর আমাদের মহাযাত্রা শুরু হবে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন