ধানক্ষেত থেকে অজগর উদ্ধার
পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকায় একটি ধানক্ষেতের জালে আটকা পড়ে বিশাল অজগর। পরে অজগরটি উদ্ধার করে বনবিভাগের কাছে তুলে দেওয়া হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলার আমতলা এলাকায় করতোয়া নদীর কাছেই স্থানীয় বাসিন্দা জহিরল ইসলামের ধানক্ষেতে বেড়া দেয়া জালে আটকা পড়েছিল অজগরটি।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই ধানক্ষেতের পাশের বাঁশ বাগানে বাঁশ কাটতে গেলে অজগরটি দেখতে পায় তরিকুল নামের স্থানীয় আরেক ব্যক্তি। পরে সে আশপাশের লোকজনকে বিষয়টি জানালে সাপটি দেখতে মানুষের ঢল নামে। এক পর্যায়ে তারা সাপটি জালসহ তুলে রাখে রাস্তার উপরে। খবর পেয়ে বনবিভাগের কর্মীদের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে তুলে দেয় সাপ প্রেমি সহিদুল ইসলাম। সাপটির ওজন ২০ কেজিরও বেশি। লম্বায় ৮ ফুট। বয়স প্রায় দুই বছর।
বন্যপ্রাণী ও সাপ রক্ষার সংগঠন ওয়াইল্ড লাইফ এন্ড স্নেইক রেসকিউ টিম ইন বাংলাদেশের সভাপতি সহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে সাপটি ভারত থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আমরা সাপটি উদ্ধারের জন্য গেলে স্থানীয় অনেকে টাকা দাবি করতে থাকে। এক পর্যায়ে বন বিভাগের লোকজন ও আমরা তাদের বুঝিয়ে সাপটি এনে বনবিভাগের কাছে হস্তান্তর করি। সাপটি বার্মিজ অজগর নামে পরিচিত। এই ধরনের সাপ সচরাচর এই এলাকায় দেখা মিলে না।
পঞ্চগড় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মধুসুধন বর্মন বলেন, অজগরটি উদ্ধার করে দিনাজপুর বনবিভাগের কাছে পাঠানো হয়েছে। তারা দিনাজপুর রামসাগর উদ্যানে সাপটি অবমুক্ত করবেন।
এএম/