অতীতে সমাবেশ সফল হয়েছে, এবারও হবে: ফখরুল
আগামী ২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশ করবে বিএনপি। শাপলা চত্বর হওয়া সম্ভব না, বিএনপি আর ওরা (হেফাজতে ইসলাম) এক না। বাধা দিয়ে লাভ নেই। অতীতে সমাবেশ সফল হয়েছে, এবারও হবে। জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২২ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ঢাকায় বসে পড়ার কোনো কর্মসূচি ঘোষণা করা হবে না। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে সরকার চেষ্টা করছে। সরকারের সবগুলো স্টেপ হচ্ছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। যাতে করে কোনোভাবে এখানে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন হতে না পারে। তবে সরকারের পালাবার কোনো পথ নেই, সময় শেষ।
এর আগে গেলো বুধবার (১৮ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন দলটির মহাসচিব।