মুখার্জী বাড়ির দুর্গাপূজার নামডাক যথেষ্ট, কে কে এলেন-কি খেলেন
বাঙালি যেখানে পূজা যেন সেখানেই। আর মুম্বাইয়ের সবচেয়ে পুরনো এবং অভিজাত পূজা হচ্ছে মুখোপাধ্যায় বাড়ির পূজা। তারকাদের উপস্থিতি এই পূজায় তো দেখা যায়ই, পাশাপাশি বাড়ির একাধিক সদস্যও বলিউডে প্রথমসারির তারকা।
প্রতিবার সেখানে দেখা যায় তনুজা, কাজল, রানি মুখার্জীদের। বছরের চারটে দিন বলিউড তারকার খোলস ছেড়ে বাঙালিয়ানা উপভোগ করেন তারা। নিজের হাতে পরিবেশন করেন ভোগ।
মুখার্জী বাড়ির পূজাতেই গিয়েছিলেন জয়া বচ্চন। সারা বছরে পাপারাজ্জির সামনে খুব একটা ভালো মুডে থাকেন না জয়া বচ্চন।
কিন্তু পূজার মণ্ডপে তাকে বেশ খোশমেজাজেই পাওয়া গেল।
সোনালি শাড়ি পরে সপ্তমীর দিন বাড়ির পূজায় ছিলেন রানি মুখার্জী। কিয়ারা আদভানির পরনে ছিল সবুজ চুড়িদার।
রানির পাশে বসে দিব্যি বাঙালি ভোগ উপভোগ করলেন বলিউডের ‘পাঞ্জাবি কুড়ি’। দুর্গা পূজার মণ্ডপে হেমা মালিনীকেও দেখা যায়।
এদিকে ছেলে যুগ আর বোন তনিশাকে সঙ্গে নিয়ে মণ্ডপে এসেছিলেন কাজল। পূজার মাঝেই মা ও ছেলেকে একান্ত আলাপচারিতায় দেখা যায়। কাজলের গলা জড়িয়েই আবদারের সুরে কিছু একটা বলছিল যুগ।