আর্কাইভ থেকে বাংলাদেশ

ফের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

ইউক্রেনের মানবিক পরিস্থিতির ক্রমাবনতির কারণে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, আলবেনিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে। খবর এএফপি’র।

জাতিসংঘে ব্রিটেনের কূটনীতিক মিশন বুধবার তাদের টুইটার একাউন্টে বলেছে, ‘রাশিয়া যুদ্ধাপরাধ ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার অবৈধ যুদ্ধ আমাদের প্রতি একটি হুমকি।’

এ দিকে একই দিন সকালের দিকে রাশিয়া ইউক্রেনের ‘মানবিক’ পরিস্থিতির ব্যাপারে করা খসড়া প্রস্তাবের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোট আবারো স্থগিত করার আহ্বান জানিয়েছে।

এ ভোট শুক্রবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথমে বুধবার ও পরে বৃহস্পতিবার বিকেলে এ ভোট হওয়ার কথা ছিল।

অপর দিকে, যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেন-রাশিয়া ইস্যুতে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধে জড়াতে চাই না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি বলেছেন, আমরা যদি এরকম কোনো ঘোষণা দেই তাহলে ইউক্রেনের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান প্রবেশ করা মাত্র তাকে গুলি করে ভূপাতিত করতে হবে; কিন্তু আমরা তৃতীয় বিশ্বযুদ্ধে জড়াতে চাই না।

এ সম্পর্কিত আরও পড়ুন